Saturday, January 10, 2015

RISHI026@GMAIL.COM

সমীকরণ জীবন
........... ঋষি
=========================================
জানান দিল হৃদয় আজ
আগুনের অগ্নুপাতের থেকে দূরে।
কোনো অলৌকিক আনন্দের সন্ধানে
পথ হেঁটে যাওয়া।
অনিদ্রায় মৃত্যুর মতন কিছু ছায়া স্তব্ধ সময়
আমার হৃদয় তোর ঘরে।

জমানো আক্রোশের বিকিরিত আলোরণে কয়েকশো মুহুর্তের
পুড়ে যাওয়া ,পুড়ে চলা অসংখ্য সমীকরণের ধারাপাত,
সবটাই মিথ্যে লাগে।
আগেও বলেছি ,আবারো  বলছি তোকে ভালোবাসি
ভালোবাসি ধ্বংস করতে নিজেকে তোর প্রেমে ।
আকাশ থেকে সমুদ্র দূরত্ব বিস্তর
অথচ খুব সাধারণ সীমানায় মিলে যায় ।
অসংখ্য ধারাবাহিক বেঁচে ফেরা
নগ্ন জোত্স্নায় ,
আরেকবার , আবারও, বারংবার রক্তাক্ত বসবাস।

জানা দিল হৃদয় আজ
আগুনের থেকে ধারালো সিসে শরীরে।
সোজা হৃদয়ের ক্যানভাসে রক্তাক্ত সময়
গড়িয়ে পড়ল জীবন।
অবচেতনে তোকে জড়িয়ে বাঁচাটা জরুরী
যেমন জরুরী মৃত্যুগামী বাঁচাটা। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...