Wednesday, January 21, 2015

rishi026@gmail.com


সুপ্রভাত সভ্যতা
........... ঋষি
..................................................................................
গোলাপ থেকে চুইংগাম চিবিয়ে
সোজা নর্দমার পাশে।
সভ্য ইঙ্গিতে ইতিহাস লেখা হয় বারবনিতার ঘরে
ঘর বদলায় সভ্যতার রক্ত হৃদয়ে।
অনামী কোনো কবিতার কলমে সুপ্রভাত
মৃত্যু পুরাতন হারিয়ে যাওয়া।

ডারউইনের কলমে আজ বাদরের মানচিত্র
সময় বলেছে আমরা বাদর ছিলাম।
ছিলাম নিঃস্ব  সদ্য প্রসূত সবুজ সভ্য অনিদ্রার কবিতায়
আজ লাফালাফি থামে নি।
বামুনের হাত চাঁদের গায়ে
চাঁদের শরীর জুড়ে লজ্জা জীবন্ত যৌবন কামার্ততায়।
বাজি ধরেছে জীবন
বাঁচতে হবে রিপুদের শরশয্যায়।

গোলাপ থেকে চুইংগাম চিবিয়ে
সোজা শ্মশানের খাটে।
শীতের দুপুরে বাতাসে চামড়ার পোড়া গন্ধ
পোড়াস  না সভ্যতা সাজিয়ে রাখ।
প্রাচীন ঔষধি আর আধুনিক কায়দায়
তবু মৃত্যু  পুরাতন হারিয়ে যাওয়া। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...