Wednesday, January 7, 2015

rishi026@gmail.com

সাজানো প্রশ্ন
................ ঋষি
==================================
তোকে প্রশ্ন করি কেমন আছিস
কেমন কাটলো দিন।
আসলে প্রশ্ন করি নিজেকে সাজানো সড়কে
কতটা পথ হাঁটা হলো।
আর কতটা বাকি
জানি জীবনে বেঁচে থাকার পুরোটাই ফাঁকি।

প্রশ্ন সাজানো জীবন
পরীক্ষার খাতায় লিখে চলা সঠিক উত্তর।
কারণ ফেলে আসা খাতায় অচেনা হিসেবের ভিড়ে
উত্তর মেলে না।
মেলে না জীবন পাতায় পাতায়  সাজানো সড়কে
কয়েকশো চেতনার ভিড়ে।
অবচেতনে জড়িয়ে যাওয়া মুহুর্তদের সাথে
মুহুর্তদের উন্মাদনায়  অসহায় আমি ,তুই।
অথচ জীবন ঠিক কেটে যায়
একই জীবন পাতায় অবকাশে ছুঁয়ে যাওয়ায়।

কেমন  আছিস তুই
আজ না ,কাল না ,জীবিত না ,মৃত না।
ভাঙ্গা প্রশ্নের ,অজস্র উত্তর
অজস্র স্পন্দনে স্পন্দিত হৃদয় সাজানো সড়কে।
হেঁটে চলে যায়
অথচ কি অদ্ভূত জীবন  কেটে যায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...