Tuesday, January 6, 2015

rishi026@gmail.com

শ্রাবনের ধারায়
.................. ঋষি

আমার কবিতায় আজকাল নীলাঞ্জনা আসে না
সেই সময় শ্রাবনের ধারার মত সময়।
বদলে যায় সবই
ঠিক যেমন বদলানো  ঋতু শ্রাবনের ধারায়।

আজকাল আমার স্পর্শে সে নেই
সে যে ফেলে আসা বেলা।
দেখা হওয়া পাঁচ মিনিট  চেতনার খামে
সব কিছু বদলে যায়
যেমন বদলানো  ঋতু শ্রাবনের ধারায়।

পাশা পাশি তোর চিবুক বেয়ে  ঠোঁটের পাশে তিল
তোর হাসিমুখে চেতনার সতেজ ঘ্রাণ।
সময় ফুরিয়ে যায়
দোষ দেওয়া যায় না কাউকে জীবন
যেমন বদলানো  ঋতু শ্রাবনের ধারায়।

নীলাঞ্জনা তোর কবিতায় আজ কেউ নেই
শুধু  কিছু ঘনঘোর মুহূর্ত।
কিছু চাবিকাঠি সময়
সবটাই বদলানো  ঋতু শ্রাবনের ধারায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...