Tuesday, January 20, 2015

RISHI026@GMAIL.COM

চিরসত্য বর্ণনায়
............. ঋষি
====================================
ভেজা দাম্পত্যের মতো জীবিত
শতসহস্র বিয়ের মন্ত্রে শুকনো রজনীগন্ধার দাপট।
উগ্র গন্ধ ,উগ্র দেশজ মালিন্যতায়
বহবান নদী  বাঁধ ভেঙ্গে যেতে চায়.
ভাঙ্গে না
শুধু  জীবন হেরে যায়।

এহে
সত্য বলতে নেই সত্য জ জাগ্রত আগুন।
আগুনে পোড়াতে নেই
তবে যজ্ঞের বেদীর থেকে জন্ম নেবে না সিতারা,
জন্ম নেবে রাবন।
আর সিতারা যাবে বনবাসে যুগেযুগে
পরম লজ্জায় অথবা মর্ডান ফর্মুলায় বেশ্যার মত
বিছানার চাদর চাদর কিংবা ধরনীর আগুন।

ভেজা দাম্পত্যের মতো জীবিত
কোনো লাম্পট্ট  লোকানো শরীরের ভাঁজে।
শরীর বেয়ে সাপেদের অধিকার
রান্নাঘরের খিরকি দিয়ে আকাশ দেখা যায়।
তবু আকাশ ভাঙ্গে না
দিনবদল বদলে সময় চামড়ার ভাঁজে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...