Thursday, January 8, 2015

RISHI026@GMAIL.COM


নন্দিনীর সাথে
............ ঋষি
======================================
নন্দিনী তোর সুখ নেই কেন
কি রে তোর লজ্জা নেই কেন।
আমি তো তোকে রূপকথায় লিখেছি স্বপ্নের কলমে
বল নন্দিনী তোর হৃদয়ে শান্তি নেই কেন।
তুই কি পাগলী হলি
হলি তুই ঘর ছাড়া বাউল আপন হৃদয়ে।

পথের উপর পথ চলে যায়
সময় যায় জন্মান্তরে।
খালি পায়ে তুই হেঁটে যাস খুব দূরে ,আরো দূরে
মাঠের পরে মাঠ পেরিয়ে তেপান্তরের মাঠে।
বল নন্দিনী ,সে যে রাক্ষসের দেশ
তুই বন্দী যাতনা আপন হৃদয়ে।
বল নন্দিনী কেন তুই এমন  হলি
জীবন এই পাগল প্রেমে।

নন্দিনী তোর সুখ নেই কেন
সুখ কি জীবিত ছবি বোবা আয়নায় রঙিন মুখ।
নন্দিনী তোর লজ্জা নেই কেন
লজ্জা কি শুধু মৃত কবিতা আমার আয়নায়।
আয় নন্দিনী তুই পাগল হ
আরো জীবিত পাগল প্রেমে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...