Monday, January 26, 2015

RISHI026@GMAIL.COM

চলন্তিকা ও ঈশ্বর
.................. ঋষি
=========================================
দরজা ঠেলে ঈশ্বর ভদ্রলোক ঘরে ঢুকলেন
চলন্তিকা শুয়ে আছে অবিন্যস্ত শরীর।
অবাক হলেন ঈশ্বর
এই ঘরেরও  প্রতি কোনায় তার ছড়ানো রূপ।
চলন্তিকা শুনছো ,শুনছো
অবহেলায় চলিন্তিকা আরো একটু নগ্ন হচ্ছে।
চলন্তিকা আরো একটু শরীর হচ্ছে হৃদয় দিয়ে
ঈশ্বরের ভোগে।

ছি চলন্তিকা তোমায় আমি কল্পনাও করি নি বেশ্যার মতন
ছি চলন্তিকা তুমি নাকি ঈশ্বরের পুজারী।
চলন্তিকা স্থির ,
চলন্তিকার পাথরের মতন শরীরে অবিচল টেরাকোটা লালসা।
চলন্তিকা হাসছে ,ইশ্বর অবাক
তুমি কি মানুষ ,তোমার কি লজ্জা নেই
তুমি আমাকে আসক্ত কর তোমার মাংসের ভিতরে ,নিদারুন স্পর্ধা ,
শরীরের দম্ভে তুমি নিজেকে ভুলেছো।
ছি শয়তান ,ছি চলন্তিকে
তুমি বেশ্যা গন্ধনালী শধুই শরীর হয়ে রইলে।

উত্তর দেই নি চলন্তিকা
শুধু হাসছে হৃদয়ে , বেশ্যায় বটে সে।
কিন্তু কার জন্য ,কিসের জন্য ,কিসের চাহিদা মেটাতে
অদ্ভূত অট্টহাসিতে ভরে উঠছে কামের গলি।
মাঝে মাঝে এই ঈশ্বররুপী শুয়োরের  ....গুলোকে গালি দেয় সে
নাটক শালা, আজ থেকে যদি  বন্ধ যোনি,বন্ধ জন্ম।
কিসের অহংকার ইশ্বরের নিজের পৌরুষে ,
কিসের কারণে সে বেশ্যা গন্ধনালী।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...