Wednesday, January 28, 2015

RISHI026@GMAIL.COM

অসম্ভব প্রশ্ন
............. ঋষি
======================================
আমি নিজেকে প্রশ্ন করি
যে স্পর্শে কয়েকশো পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে।
সেটা কি অন্যায়
ঈশ্বর বলেন জীব হত্যা মহা পাপ।
তবে দিনদুপুরে এইভাবে তোকে ছুঁয়ে জড়িয়ে যাওয়া
কি সম্ভব।

অসম্ভব মনে হয় স্বপ্নের ইচ্ছায় আমার স্পর্শ
পাগলা হাওয়া।
তাইতো গোলাপটা তোকে দেওয়া হলো না
দেওয়া হলো না ,জীবন শুকিয়ে গেলো।
হয়তোবা তুই নিতে চাসনি
হয়তোবা তুই জড়িয়ে গেছিস।
অদ্ভূত প্রশ্নের গন্ধ তোর ঠোঁট ছুঁয়ে নরম বুকে
হয়তোবা প্রশ্নেরা যাযাবর  ঈশ্বরের উত্তাপে।

আমি নিজেকে প্রশ্ন করি
যে স্পর্শে পৃথিবীর আগুনে শান্তির মহাদেশ।
সেটা কি অন্যায়
ঈশ্বর বলে ভালোবাসা জীবনের অধিকার।
তবে দিন রাত্রে এই ভাবে তোকে ছুঁয়ে বাঁচতে চাওয়া
কি অসম্ভব। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...