Saturday, January 24, 2015

rishi026@gmail.com

আজকের দিনটা আমার কলেজ জীবনকে মনে করিয়ে দেই,সেই স্মৃতিতে আমার আজকের নিবেদন .....................
বাংলা ভ্যালেনটাইন
................. ঋষি
============================================
কোন পথে যে চলি ,যুগটা যে কলি
কোন কথা যে বলি ,যুগটা যে কলি।
পড়াশুনায় বসে না মন
কলেজ যেন সিপি কোন ,
জীবন এখন জাগ্রত আগুন।

প্যান্ডেলেতে স্বরস্বতী নেংটি পরে হাতে হ্যারিকেন
আড্ডা শুধু তাদের নিয়ে কবে কোথায় কখন বলেছেন।
একই কথা ,একই সুর
জীবন এখন জীবিত  আগুন।
বাসন্তি শাড়ি ,চেনা ক্যাম্পাস ,চেনা বান্ধবী ,চেনা মুখ
শুধু আজকের দিন স্মৃতিমধুর।

কোন পথে যে চলি ,যুগটা যে কলি
কোন কথা যে বলি ,যুগটা যে কলি।
আবার আসিব ফিরে বাংলা ভ্যালেনটাইন
হয়তো শঙ্খছিল,শালিখের বেশে দৈনন্দিন স্বরস্বতী তোমার কৃপায়।
ওঁ জয় জয় দেবী চরাচরসারে। কুচযুগশোভিত মুক্তাহারে।
 বীণাপুস্তক রঞ্জিত হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...