Monday, January 26, 2015

RISHI026@GMAIL.COM

খিদে ,খিদে ,খিদে
............. ঋষি
================================================
ফেরিওয়ালা বলি নি তাকে
বলেছি স্বপ্নের জাদুকর।
যেদিন জীবনের ছড়ানো ছোলাগুলো হৃদয়ে দরজায়
কাঠবেড়ালি ছোলা খায়।
ছুটে  পালায় আরো খাবে বলে
সেদিন খিদেকে জাদুকরী বলেছি।

কিন্তু ফেরি করেছি খিদে আমি রাতদিন
দৈনন্দিন আমার জাগরণে।
যখনি আমি ছবি এঁকেছি নিতান্ত অবহেলায় মাদুরাইয়ের মন্দির গাত্রে
নাচতে থাকা নর্তকীরা  নেমে এসেছে আমার বুকে।
নেচে চলেছে অসীম খিদেতে সৃষ্টির আনন্দে
ঈশ্বর এখানে সর্বদা উপস্থিত দর্শক আসনে।
আর আমি চিত্কার করেছি  স্টেজে  দাঁড়িয়ে
খিদে ,খিদে ,খিদে।

সৃষ্টিরা পুড়তে চায়,জ্বলতে চায় বুকের ভিতর খিদে
ভালো থাকার ,ভালো বাঁচার ,,,আরো ভালো।
সেদিন আর সকাল আসে না আমার ,,আমি অনিদ্রায়
পাতায় পাতায় ফুটিয়ে তুলি খিদে।
হা করে থাকা আমার চেতনার জানলায় সুপ্রভার
আরো সৃষ্টি ,আরো সৃষ্টি। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...