Tuesday, January 20, 2015

RISHI026@GMAIL.COM

কবে করবি জয়
................ ঋষি
====================================
অনন্ত আকাঙ্খায় জন্ম হলো
সদ্যজাত কন্যার।
ঠাকুমা বললেন আবার মেয়ে
সন্তানের মা বললেন জীবিত আমার বুকে।
আর পিতৃদেব বললেন
নতুন সময় মেয়েদের হবে জয়।

সময় কাটে
সেই সদ্যজাত কন্যা আজ ডানাকাটা পরী.
উচ্ছল যৌবনের স্পর্শে সারা শরীরে
গালে টোল,ভিজে তৃষ্ণা।
মা বললেন
ওগো শুনছো মেয়ে বড় হলো এবার একটা বিয়ে।

সদ্যজাত কন্যার বুকে আগুন
তৃষ্ণা জীবনে কাউকে আপন ভেবেছিল সে।
চারিদিকে সানাই ,ভিজে জোত্স্নায় জানলার রেলিং বেয়ে
বিছানা রক্তে লাল।
সদ্যজাত মেয়েটা নারী হলো বুঝলো
পুরুষের অধিকার।

অনন্ত আকাঙ্খায় আবার হসপিটালের বেডে
সদ্যজাত কন্যা।
সময় বললো টিকটিক কানে কানে  আসছে সময়
মা  মেয়ের দিকে তাকিয়ে বললো,
ওরে মেয়ে
কবে করবি জয় ,কবে, কবে   ..............

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...