Thursday, January 22, 2015

RISHI026@GMAIL.COM

মেঘবালিকা তুই
......... ঋষি
============================
কি মেঘবালিকা তোর খবর কি
তুই কি আগের মত আছিস
নাকি অনেকটা বদলে গেছিস।

তোর চোখের মত আকাশ স্তব্ধ উজান নদী
কয়েকশো কবিতা খাতায়
তুই যে রূপবতী।
আকাশ যদি শব্দে আমার মেঘলা বেলা হয়
জীবন যদি অব্দে শুধু কাটাতে চাই
তুই কি সঙ্গী হবি ,না কি হারিয়ে যাবি।

কি মেঘবালিকা তোর খবর কি
তুই কি এখনো কান্না বেলায় আছিস
নাকি উজান রোদ তুই শুকিয়ে গেছিস। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...