Saturday, January 3, 2015

RISHI026@GMAIL.COM

অপার্থিব  সুখ
,,,,,,,,,, ঋষি

অপার্থিব ভেবেছিলাম তোকে
কিন্তু আজ বিকেলে আকাশের রং লাল।
কয়েক বিন্দু জল গড়িয়ে  তোর ঠোঁটে, তৃষ্ণা
নিশ্চিন্তে বয়ে যাওয়া বন্য গন্ধ হৃদয়ের ,তোর নাভিতে।
প্রেম কি বন্য হয় ,আগুনে চোখে উত্তাপ অনিদ্রার রাতে
প্রেম তো অপার্থিব নয় ,
প্রেম তো অনন্ত স্পর্শে মিঠে হাওয়া।

ঘুম হয় নি কাল রাতে
বারান্দার রেলিং ঘেঁষা নারকেল গাছের পাতায় আকাশের চাঁদ।
স্পর্শ তৃষ্ণা ,মেঘ সারা আকাশে
তবু চাঁদ সে যে উজ্বল হৃদয় আকাশে তোর মত।
তোর শরীরের গন্ধ বাউলে বাতাস
আমি উজান কবি ,ভাবনার জোয়ারে প্রেমে।
প্রেম জড়িয়ে যায় ,ঘুম হারিয়ে যায়
আয় বৃষ্টি আয় ,এক মেঘ আকাশে।

অপার্থিব ভেবেছিলাম  তোকে
কিন্তু আজ সকালেও আকাশের মুখ ভার।
কয়েক বিন্দু স্পর্শ নেমে আসে আকাশ থেকে
আমার খোলা ছাদে  আদিম বৃষ্টি ,তোর স্পর্শে।
তোর ভেজা ঠোঁট ,ভেজা রৌদ্র ,শীতল আদুরে হাওয়া
কানে কানে ফিসফিস ,
অপার্থিব সুখ পার্থিব পৃথিবীর দোলনায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...