Thursday, January 8, 2015

RISHI026@GMAIL.COM

অচিন পাখি
............. ঋষি
====================================
এই  শোন, শুনতে পাচ্ছিস
জানলার বাইরে রুপোলি জোত্স্নায় আজ হৃদয়ের গন্ধ।
কি রে বুঝতে পারছিস
আমি ডাকছি তোকে খুব কাছে।
আরো কাছে ,যেখান থেকে মৃত্যু দেখা যায়
যেখান থেকে জন্ম নতুন প্রেম।

ঈশ্বর হেঁটে গেছেন কাঁটা তার বুকে অজস্র রক্তক্ষরণে
জেরুজালেমের মাটিতে শান্তির রক্ত।
তুই দেখতে পাচ্ছিস আমার বুক
আমার খোলা বুকে অজস্র স্পন্দনে স্পন্দিত হৃদয়।
তোকে কিছু বলছে
কি রে শুনতে পাচ্ছিস আমার স্পন্দন।
কি রে শুনতে পাচ্ছিস এই আগুনের ক্লান্ত শব্দে
হারিয়ে যাওয়ার নাম ,তুই।

এই শোন ,শুনতে  পাচ্ছিস
জানলার বাইরে যত দূর এই  পথ চলে যায়।
সেই পথের পাশে হয়তো কোথাও,কোনদিন ,কখনো
প্রাচীন  বেড়াজাল ভেঙ্গে,
খোলা আকাশে কেউ গাইছে আপন মনে
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...