Friday, January 30, 2015

rishi026@gmail.com

অন্য হওয়া
............ ঋষি
=======================================

 এ কেমন স্পর্শ ,আমার শহরে
দৌরাত্ম জীবনের বিভিন্ন ভঙ্গিমায় আজ চিত্পটাং জীবন।
ফাঁকা রাস্তায় ,চোখের পাতায়
সরে আসে হৃদয় আরো গভীরে ঠান্ডা শীতল হওয়া।
চলে যাওয়ার সময়ের স্মৃতিবুকে
অসংখ্য ঝরে পড়া একলা রাতে অন্য হওয়া।

এমনি ছিল ছেলেবেলার খেলাঘর
আকাশের ঠিকানায় পেটকাট্টি যাযাবর।
যাযাবর সময়ের পাল্লায় ঝুলে থাকা ইচ্ছার দাঁড়ি
ছিঁড়ে ফেলে সময় ,উবড়ে নেই অসময়।
দাঁড়ি পাল্লায় একলা জীবন
এক একটা মুহুর্তের ঘনঘটা আমার শহরে
পথে ঘটে লাবন্য।

না হে এমন করে ভাবা যায় না
এমন করে কাটানো যায় না স্বপ্নে নোনতা ঠোঁটে।
স্পর্শ ,উষ্ণতা ,ওম সব ফুরিয়ে যায়
মেঘলা মনে শীতের রাতে ,শীতল বিছানায়।
সময় ফুরিয়ে যায় মাটির পা মাপা দূরত্বে
অন্ধকারে জড়িয়ে ধরার অভ্যাস নোনতা হাওয়া।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...