Tuesday, January 20, 2015

RISHI026@GMAIL.COM

ফেলে আসা সময়
............ ঋষি
==============================
সোহাগ সমুদ্র না
নিভে যাওয়া পাতায় ঘুন ধরা মুহূর্ত।
কয়েকশো জলতরঙ্গ চিত্কার  বুকের মাঝে
সুমধুর যন্ত্রণা সময়।
আমার হাসিতে আজকাল কান্নার ছোপ।

হায় জীবন
এমনি কেটে যায় সময় দৈনন্দিন  আলোর ওঠবোস।
নিত্য তরঙ্গে ধর্নায় বসে চেতনা
জীবন এমন না ,হয়তোবা এমনি হয়।
জমা সংশয় নির্ভেজাল অন্তর্দহন
নিমেষে মেঘ  সরে যায় ,
কখনো বা বৃষ্টি অবিশ্রান্ত বিস্তির্ন্য পারাবার।

সামুদ্রিক নোনা বালি
চোখে বালি ,বালু ঘর ,তাসের ঘর।
অনিয়মিত ছন্দপতন দৈনন্দিন জীবনের ভূমিকায়
সুমধুর  যন্ত্রণা সময় ,
কেটে যায় ঠিক ,তবে দাগ রেখে যায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...