Wednesday, June 3, 2015

শেষ না হওয়া কবিতা

শেষ না হওয়া কবিতা
............... ঋষি
===========================================
অন্ধকার থেকে উঠে আসা বোবা চিত্কার
শিরায় শিরায় লেগে থাকা শেষ না হওয়া কোনো কবিতা।
চিরকালীন শব্দরা অদ্ভূত মায়াবী
যে পাত্রে ঢালো না কেন যেমনি রাখো না কেন।
থেকে যায় ,বদলায় না
সময় বদলায় আমার শহরে দিনে রাতে শিহরণ।
কিন্তু প্রেম থেকে যায় ,বদলায় না
যেমন প্রেমের কবিতায় তুমি ছাড়া অপূর্ণ।

নিত্য ফেরিওয়ালার হেঁকে যাওয়া অস্তিত্বের ভিড়ে
এক কাপ চায়ে কম থাকা চিনিটুকু অচেনা।
তবে খাওয়া যায় ,সওয়া যায়
চায়ের স্বাদটুকু বদলায় না।
তোর কথায় নিজের সাথে নিজে লুকোচুরি খেলি
তবে জেতার আনন্দে হারের কষ্টটা বদলায় না।
নিরপেক্ষ থেকে যায়  প্রাচীন ক্ষতের মত
দেওয়ালের গায়ে শেওলার উপস্থিতি।
আর ঘুন ধরা সময়ে উইপোকার হিংস্র খিদে
অথচ প্রেম নির্বাক ,নিশ্চুপ যন্ত্রণা ,
ছুঁয়ে যায় ,ছুঁয়ে থাকে ২৪ ঘন্টার খবরের মতন।

অন্ধকার ছিঁড়ে শেষ লাভাটুকু আকাশ ছোঁয়া লালচে আকাশ
ঘর পোড়া গরু সিঁদুরে মেঘে ডরাই যেমন,
ঠিক তেমনি ঘাস খাওয়া গরুগুলোর রোমন্থনে সুখ।
যেখানেই থাকো না কেন সাত সমুদ্র পাড়ে
শেষ সময় নীল আকাশের চিঠিটা তুমি পড়ে নিও।
পড়ে নিও  সময়ের গভীরে রাখা অনিশ্চিত কল্পনাকে
আর প্লিস স্বপ্ন গুলো আমাকে দিও ,
যত্নে আগলে রাখবো বলে আমার স্বপ্নে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...