Tuesday, June 23, 2015

আশ্চর্যজনক প্রেম

আশ্চর্যজনক প্রেম
................ ঋষি
========================================
আশ্চর্যজনক প্রেম
হাতে হাতে বাজার হয়ে যায়।
ঘুরতে থাকা শূন্যতা  মাঝে বুকের বোবা বিছানার কান্না
তোকে ছুঁয়ে যেতে চাই ,তোকে ছুঁয়ে থাকতে।
হৃদয়ের অবগুণ্ঠনের লুকোনো হ্যারিকেনের আলোয়
শুধু তোর মুখ দেখতে চাই।

আজ চাই না ,কাল চাই না ,চিরকাল
আমার নীল আকাশের সুগন্ধী চিঠি আকাশের পথে।
বহু পথ চলা ,বহু কথা বলা নিজের সাথে
আজকাল জানিস তো আরো একলা থাকতে চাই।
চুপিচুপি তোর সাথে
আসলে কি জানিস আমি তো বাঁচতে চেয়েছি।
শব্দ ছকে বাঁধা পোশাকি জীবনের বাইরে
ওই যে দূর সীমানায় আকাশের ওপারে।
কোনো অদৃশ্য দ্বীপে একলা জীবিত আমি
তোর নিশ্বাসে, তোর বিশ্বাসে আদুরে স্পর্শে।

আশ্চর্যজনক প্রেম
হাতে হাতে জীবন হয়ে যায়।
জ্বলতে থাকা দাবানলের  মাঝে আগুনে পাখি
একলা আকাশে উড়ে যেতে চাই।
এক ডুবে আকাশ কিনারায় একটা ছোটো স্পর্শ তোর
আকাশ আজকাল তোকে জড়িয়ে বাঁচতে চাই। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...