Wednesday, June 17, 2015

এই বেঁচে থাকায়

এই বেঁচে থাকায়
......... ঋষি
============================================

জীবন যেখানে এক ঝাঁক রৌদ্র
বৃষ্টি  ভেজা দিনে অসংখ্য  টানাপোড়েনের ভিড় ।
সেখানে সমুদ্র  বলতে  একচিলতে আকাশ খোলা জানলার পাশে
আকাশ  ছোঁয়া  দূরত্ব ।
সবাই আকাশ ধরতে  চায় 
শহরের বৃষ্টি দিনে জমতে থাকা আবর্জনা খোলা রাস্তার উপর
সবাই ভালবাসতে চাই এক চিলতে  আকাশ ।

নিঃশ্বাস দরকার বেঁচে থাকার তৃষ্ণা
জীবন যেখানে  উড়তে  থাকা মরুভূমির ধুলি ঝড় ।
দিগন্ত  পেড়িয়ে দূরত্বের মাদুরে  রাখা অসংখ্য স্পন্দন
ভাসতে থাকা আলাদিনের মাদুর ইছহার উপররে ভারি চোখের পর্দা ।
হাসছে দেখো জীবন
হাসতে যে হয় সার্কাসের রুপোলী ট্রাকে  ।
রোদ  ঝলমলে  মুখগুলো কাঁদতে যে হয় অনিহার কান্না
সাবুকিছু হিসেব মাফিক নয় ।
সবকিছু জীবিত  কার্পণ্য নয়
সামিজিক হৃদপিণ্ডের  মেলবন্ধনে জমতে থাকা হিসেবনিকেশ
এই বেঁচে থাকা ।

জীবন যেখানে এক ঝাঁক রৌদ্র
উষ্ণ  বিছানার চাদরে লুকনো  চাপা কান্না ।
বিষণ্ণ শৈশব ছেলেখেলা জীবনের মানে জীবনের সাথে
অজ্যাত ভবিষ্যৎ শুয়ে থাকা চেতনার মানে ।
বদলানো দিন সময়ের সাথে
বেঁচে তো আছি সকলে এক আকাশের নিচে
তবু কেন জানি সবাই আকাশ ধরতে চাই এই  বেঁচে থাকায় ।


No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...