Wednesday, June 3, 2015

সময়ের কাছে

সময়ের কাছে
............... ঋষি
===========================================
সময় যে কিশোর হতে চায়
আর ইচ্ছারা দুষ্টুমি করে আলোর আঁচলে চোখের পাতায়।
কোনো ক্যাফেটেরিয়ায়  ইনিবিনিয়ে খেলা হাতের স্পর্শগুলো
অকাতরে দুর্বলতা বলে যায়।
ছুঁয়ে যায় ,ছুঁতে চাই সময় পারদে জমা মেঘলা দিনে
সব হারানো ভিখিরী  বৃষ্টি।

নিশ্চুপ চিত্কার বুকের মাঝে তোর নাম ধরে
কোল্ড কফির চকোলেট ঠোঁটে স্পর্শ চুমু যেন নির্বিকার তৃষ্ণা।
সময় থামে না ,আসলে থামতে সে জানে না
তবু মুহূর্তরা থেমে থাকে চোখের পাতায়।
তোর গোলাপী শাড়ি আড় চোখে চোখ রাখে সরে যাওয়া কালো টিপে
সময়ের মতন সেও হয়তো বদলায়।
কখনো লাল ,কখনো নীল,কখনো সবুজ
কিন্তু তুই সেই তো একই থাকিস।
জমা কাঁচের গুড়ো ছড়ানো প্রশস্ত শহরের ফুটপাথে
একলা দাঁড়ানো বিকেলগুলো।
কোনো অনামী পত্রিকার পাতায় নিজস্ব সত্বায় তোকে ছুঁয়ে যায়
আমার হৃদয় থেকে আমার কবিতার পাতায়।

সময় যে কিশোর হতে চায়
আর দুষ্টু ইচ্ছাগুলো ঘড়ির কাঁটায় বাড়তে থাকা সময়ের মতন।
কিছুতেই অগোল মানে না ,মানে না অদৃশ্য সভ্যতার চুম্বক
বাঁধ ভেঙ্গে যায় ,সময় চলে যায়।
তোকে ছুঁয়ে কোনো ক্যাফেটেরিয়ায় ঠান্ডা মোড়কে শিরশিরে ভাবনারা
আমার কলমে নিয়মিত অবুঝ হয়ে যায়। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...