Wednesday, June 10, 2015

একটু বৃষ্টিতে ভিজে

একটু বৃষ্টিতে ভিজে
............... ঋষি
========================================
একটু একটু করে জমতে থাকা মেঘ
আকাশ  থেকে তোর কস্তুরী গন্ধে নেমে আসে মাটিতে।
মেঘলা আকাশ ঝিরঝিরে বৃষ্টি
তুই ভিজবি ,ভিজবো আমি আমার প্রেমে উদাত্ত কন্ঠে।
রবিঠাকুরের গান
আজ ঝর ঝর মুষল বাদল দিনে।

আর একটু পর রাত্রি নামবে শহরের প্রতি দরজায়
ঘুমিয়ে পড়বে জীবিত মৃত বোবা পৃথিবীর চাদরে জন্ম।
আমিও হয়তো কোথাও শুয়ে থাকবো
তোর বুকের উপর মাথা রেখে।
আমিও হয়তো জন্ম দেব কোনো না জানা মুহুর্তের
সবটাই মায়াময়।
জানলার বাইরে ভিজে যাবে শহর
আমি দাঁড়াবো এসে আমার বারান্দায় এক ফালি মেঘের দেশে।
আমি হেঁটে যাবো তোর হাত ধরে শান্তিতে
তোকে ভালোবেসে।

একটু একটু করে জমতে থাকা মেঘ
আকাশ থেকে তোর কস্তুরি নাভিতে ঠোঁট ঠেকাবে অভিমান।
মেঘলা সময়ে ভিজে বিছানার চাদর
তুই ভিজবি হৃদয়ের জানলায় হাত বাড়িয়ে আমার দিকে।
আর আমি গাইবো রবিঠাকুরের গান
চক্ষে আমার তৃষ্ণা ,ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...