Thursday, June 18, 2015

আয় বৃষ্টি ঝেঁপে

আয় বৃষ্টি ঝেঁপে
........................... ঋষি
=========================================

সন্ধ্যে নামছে শুকিয়ে যাওয়া পোড়া মাটিতে
দারুন ছাতি ফাটা তৃষ্ণা বুকের পাঁজরে।
আকাশের দিকে মুখ করে বসে আছে হারুন চাষা
চোখ জুড়ে বৃষ্টির ছাট স্বপ্নিল ভঙ্গিমায়।  
পোয়াতি সবুজ মাঠ ভেসে যাচ্ছে বৃষ্টির ছায়ায়
ঘুম ভাঙছে হারুনের ,ঘুম ভাঙছে স্বপ্নের,
ক্রুদ্ধ প্রকৃতির হিংস্রতার দিকে  তাকিয়ে সে।
.
সামনের হলুদ মাঠের দিকে তাকিয়ে বুক ভেঙ্গে পরে চাষার
বৃষ্টি নেই আজ বহুদিন।
ধান বোনা শেষ অথচ জলের ঘাটতি
মাথার উপর ঋণের পাহাড় ,মহাজনের লালচে চোখ।
 ঘরের ভিতর বাড়ন্ত খিদে ,বাড়ছে রোজ
বাড়ছে সভ্যতার ইট ,বালি  ,শহর।
মারাত্নক ভঙ্গিমায় চোখ রাঙ্গাচ্ছে প্রকৃতি
মারাত্নক ভঙ্গিমায় এগিয়ে আসছে মৃত্যু হারুনের দিকে ।
কি করবে সে ,তার হাতে কিছু  নেই
বৃষ্টি নেই ,বৃষ্টি নেই। ....তৃষ্ণা হাহাকার।
বুক ফাটা ক্রন্দন হারিয়ে যাওয়া সবুজের অপেক্ষায়
দিন প্রতিদিন এগিয়ে চলা মৃত্যুর দিকে।
.
মনে পরছে হারুনের নিজের ছেলেবেলার কথা
মনে পরছে বৃষ্টিতে ভিজে বাবার সাথে বীজ বোনার কথা।
মনে পরছে সেই ছড়াটা ,,,,আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে ,বদলে যাচ্ছে ছড়াটা  জীবন দেবো মেপে।
বৃষ্টিতে ভিজে যাচ্ছে মাঠঘাট ,কানায় কানায় পূর্ণ পুকুর
সব বদলে যাচ্ছে হলুদ শুকনো মাঠ ,মাথার উপর চাঁদি ফাটা রৌদ্র,
সামনে দাঁড়িয়ে তৃষ্ণা ,,,সব শুকনো ,,সব শুকনো।



No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...