Friday, June 26, 2015

শেষ দেশলাই কাঠি


শেষ দেশলাই কাঠি
.............. ঋষি
===================================================
একটা দেশলাই কাঠি জ্বলতে পারে যতক্ষণ
ঠিক সেই সময় তুমি খুঁজে নিও প্রশ্রয়  তোমার অস্তিত্বের আঁধারে।
চোখ খোলা রাখো ,চেষ্টা করো পড়তে অভিমান ,জমানো বেদনা
দপ করে নিভে গেল দেশলাই।
আবার একটা জ্বালো ,সাথে সিগারেট
সিগারেটের লাল মৃত্যুর সাথে পড়তে চেষ্টা কর নিজেকে।
অন্ধকার। ....কষ্ট হচ্ছে। .....পুড়ছে সময়
পড়তে পারছো এবার।

আলো অতক্ষণ থাকছে না যতটা সময় লাগে পড়তে
তুমি বুঝছো।
আমি লিখছি আবার পাতার পর পাতা উল্টে লিখছি জীবন
কোনমতে আবার আরেকটা কাঠি।
 পেজ ব্ল্যাঙ্ক, লিখতে চেষ্টা করছি , আরেকটা আধ-লেখা পাতা
 পড়ছো তুমি , দেশলাই প্রায় শেষ.
পাতাগুলো ওলটাচ্ছো তুমি , অনুভূতি অনুভূতি, আঙুলে ছুঁয়ে ছুঁয়ে
 যুক্ত করছো তোমার নিজেকে,  তুমি লিখছো সেই বাদ যেখানে।

দেশলাইয়ের আর একটা কাঠি,
পড়ছো, তুমি ও তোমার জেগে ওঠা বুকের আন্দোলিত মাংসপিন্ড।
ধুকপুক ধুকপুক , একজন অচেনার সাথে,
একসঙ্গে, আবার,,,,,,,,,,,,কাঠিটা নিভে গেল।

যেন তোমার কথা বলছিলাম এতক্ষণ
কাঠিটা নিভে গেল ,সিগারেটের গোল রিঙে তুমি ধরা।
আসতে আসতে মিলিয়ে যাচ্ছ আমার পৃথিবীতে
স্থির সিগারেটের লাল আগুনে পুড়ছি আমি  বুকের মাঝে।
এই সময় কোথা থেকে উড়ে এলো এক ঈগলের ঠোঁট
আমি শান্ত হয়ে দাঁড়িয়ে একলা অন্ধকারে। ..কষ্ট নেই। ..শান্ত সময়।
পড়তে পারছো তুমি ,কি হলো
আর কষ্ট হচ্ছে না তো ,,, নিস্তব্ধ চারিধার। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...