Sunday, June 28, 2015

স্যোসাল সামুরাই

স্যোসাল সামুরাই
........... ঋষি
===========================================
দৈনন্দিন যে লোকটা সকালে ঘুম থেকে ওঠে
বাজারে যায় কই মাছ, পুঁটি মাছ ,আলু  ,পেঁয়াজ ,ডিম করে।
ছেলেকে স্কুলে দিয়ে আসে।
তারপর টিফিনবক্স আর ব্যাগ গুছিয়ে অফিসে যায়।
দশটা ,পাঁচটা যুদ্ধের পর  বুক ফিরিয়ে বাড়ি ফেরে
তাকে কি বলবো স্যোসাল সামুরাই।

যুদ্ধটা  আসলে  স্যোসাল রিফর্মারদের আরতে তৈরী জীবনযাত্রা
অফিস টাইম,ট্রেন ,বাসে ঝুলতে থাকা মানুষগুলো সব খিদে।
আসলে শহরটা একটা চিড়িয়াখানা
সাজানো গোছানো জীবনযাত্রার পিছনে,
একটা জান্তব চিত্কার লেগে থাকে।
রক্ত লোভি আমি তুমি বেঁচে আছি সমুরায়ের মত
কাপুরুষ হেরে যাওয়া মানুষেরা সব মৃত এই শহরে।
কিন্তু সকলকে জিততে হবে
জেনতেন প্রকারে এই শহরে
জন্তুদের জান্তব জীবনযাত্রায়।

দৈনন্দিন যে লোকটা সকালে ঘুম থেকে ওঠে
সে জানে না কতক্ষণ সে বেঁচে আছে।
শুধু জানে আজ তাকে যেতে হবে যুদ্ধে
নিজের স্বত্বার  পাওনা আদায়ের জন্য আজ তাকে লড়তে হবে।
তুলে নেই অস্ত্র হাতে অদৃশ্য রক্তক্ষয়ী যুদ্ধে
আবার দশটা পাঁচটার একটা দিন শেষে বুক চিতিয়ে ফিরবে সে
পরের দিন বেঁচে থাকার জন্য। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...