Friday, June 26, 2015

এক ফালি অস্তিত্ব

এক ফালি অস্তিত্ব
................. ঋষি
=========================================
কালো রঙের রেইনকোট
রিক্সা ভেজা রাত হাত বাড়িয়ে আছে।
সামনের লাইট পোস্ট  জুড়ে নিস্তব্ধ হলুদ ছায়া
কোনো স্বত্বা ছাড়া।
সামনে এগিয়ে যাওয়া পিচে ছোপ ছোপ বেদনা
জীবন এর নাম।

আলসে রং-এর জামার হাতায় বেরিয়ে থাকে ইচ্ছাগুলো
পৃথিবী ইচ্ছার সাথে সলিড অমিল  বেঁচে থাকায়।
যেখানে সার্টের প্রতিটা বোতাম...জিনসের কোমরের বেল্ট
পকেট থেকে পেট ভারি থলথলে মাংস ।
এক দুপেগ হলে ভালো কিংবা পুরো বোতল
তার সাথে একটু আধটু সুখটান।
বিছানার চাদরের মত অজস্র সম্পর্ক
নিজের কথায় বেকার সময়ে সিল করা প্যাকজে লেখা ,
 নিজের ঠিকানা ,নিজের সময়ের নাম
নিজের অস্তিত্বের বেকার স্পর্শ।

আমার না হয় দূর থেকে পরখ করার স্বভাব
ভিজে রিক্সার আড়ালে খুঁজে নিলাম  এক ফালি অস্তিত্বকে অজানায়।
সামনের লাইটপোস্টের হলুদ আলো ভিজে সালোয়ার
অদ্ভূত আটকে থাকা চোখে।
শোষণ করার পর শাসনের পিচে ভিজে ভিজে ছোপ
কিন্তু যৌনতা ছাড়া কি পৃথিবী বৃষ্টিতে ভিজেছে কখনো। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...