Friday, June 19, 2015

আজকের ছবি

আজকের ছবি
.............. ঋষি
==========================================
অ্যাতোগুলো গান,অ্যাতোগুলো ট্রান্সসিসটার
বেতার ,বেচাল ,আধুনিক তাল।
 আর মাঝখানে মুকদ্দর কা সিকন্দর
সেই অমিতাভ মার্কা ঝুমরো চুলের আংরি ইয়ংম্যান।
আর অন্যদিকে শ্রীদেবী মার্কা প্যাসানেট প্রেম
রং তুলি যোগার
ডার্করুমে সাইন করা ছবি সুপারহিট।

কথাগুলো দেখছি মুখস্থ রাখতে হবে
ঘটনা হল বেশ ধোঁয়াশা, আর.
নায়ক নায়িকা লেপটে লাল আজকাল প্যানটি আর ব্রাতে।
আরে সেক্স ফ্রি দুনিয়া ,আরে জার্ম ফ্রি বাতাবরণ
যতটুকু সবটুকু মনের ভিতর নোংরা নর্দমা।
মা ,বোন ,মাসি নিয়ে আজকাল সিনেমাহলে যাই না
যেতে হলে গার্লফ্রেইনডের সাথে যাই।
ফ্রেইন্ড কতটা জানি না শরীর তো বটে
চাবকানো চটকলের কারখানায় পপকর্ন আর নরম মাংস।
জ্যাব জ্যাবে এন্টারটেইনমেন্ট
ছবি সুপারডুপার হিট।

অ্যাতোগুলো গান,অ্যাতোগুলো ট্রান্সসিসটার
ছবিই যদি চাপ খেয়ে যায় তো গরম তেল রেডি থাকলেও।
সিঙ্গারা ভাজা যায় না
সিঙ্গারা যদি একটু মোটা হয় ক্ষতি কি মাটি তো বেশি।
মোদ্দা তো পাতে নেমেছে, আপত্তি নেই চাড্ডি
 রাম  হ্যাজানো তে। ......... ছবি টো হিট
টাইমপাস ছবির নায়িকা আবার সুইমিংকোস্টিউমে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...