Saturday, June 13, 2015

পাহাড়ি প্রকৃতি

পাহাড়ি প্রকৃতি
.................... ঋষি
===================================================
ক-ফোঁটা রাস্তা
অন্তরে  সিলেবাস থাকলে ভেতরে দুধ গড়ায়।
দুধ গড়িয়ে পরে সদ্য কোনো সাদা কফিনে
মৃত্যু এখানে দৈনন্দিন।
প্রত্যেক পাহাড়ি গ্রামে নিত্য গর্জন  বন্দুকের হুঙ্কার
যেন কোনো গর্জিলা চিত্কার করে মুহুমুহু কামানের মতো
দুচারটে লাশ রোজ পরছে এখানে।

টোকা মারলে সীমান্ত, মা-ডাক
গড়িয়ে পড়া রাস্তার ঢাল বেয়ে সবুজ গালিচা বেছানো।
এখনো চোখ খোলে নি প্রকৃতির গ্রামগুলোর। .... তুমুল বৃষ্টি।
জল বন্ধ করে খুলছে লুকিং গ্লাস, সাইড মিররে ফুটে উঠছে সভ্যতার পিছন।
প্যাক ,প্যাক হর্ন মারছে  সভ্যতা
সাইড চাইছে এগিয়ে যাওয়া।
হর্নের বিয়ে হয় নি  এখনো ,অথচ কোনো ফৌজি ক্যাম্পে হর্ন দাবাচ্ছে সর্দার
হয়তো রক্তাক্ত চাদরে পিষে যাচ্ছে কোনো পাহাড়ি ফুল।
রোজকার গল্প এটা ,রোজকার রক্ত ভেজা পাহাড়ি শোভা
সভ্যতা এখানে সবুজ অথচ রক্তাক্ত সত্যি।

নিচে বয়ে যাচ্ছে একটা সরু নদী
আঁকা বাঁকা স্বপ্ন সবুজ গ্রামগুলোর বাঁচতে চাওয়া লোকগুলোর।
ক-ফোঁটা রাস্তা
অন্তরে  সিলেবাস থাকলে দুপাড়ে জমে থাকা হিংস্র ক্ষোভ।
জল্লাদের আনন্দে আচমকা হুঙ্কার ,গর্জে ওঠে বারুদ ,সবুজ পুড়ছে
গর্ভবতী সবুজের বুক উপচে পরছে দুধ ,কিন্তু সন্তান
সভ্যতা এখানে রক্ত ফোঁটা সন্তানের মুখে।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...