Tuesday, June 23, 2015

বিজ্ঞাপনী সভ্যতা

 বিজ্ঞাপনী সভ্যতা
................... ঋষি
==================================================
বরফের চাই  থেকে হেঁটে হেঁটে বেরিয়ে  আসছে
শহরের সাজানো বিজ্ঞাপন।
স্কেলিটনের অদ্ভূত শরীরগুলো কিভাবে জানি
আত্ম সিম্ফনি হয়ে উঠছে।
ঠেলে ওঠা বুকের মাংসগুলো ফ্রিজ হয়ে আছে মাইনাসের নিচে
চোখের ক্লান্তি ঢাকা কালো কালিতে
সভ্যতার আলো ফুরিয়ে যাচ্ছে  অনবরত চোখের পাতায়।

খাপে খোপে ফেলে রেখে আসা বিকেল উড়ছে মস্তিষ্কের সভ্যতায়
তার জন্য ছায়া কেটে কেটে ধরাশায়ী আলো প্রত্যেকের সাথে।
ফিকে হয়ে আসছে প্রতিফলনের নগ্নতা
ফিকে হয়ে আসছে  চোখের পাতায় লেগে থাকা হায়া।
আরো গভীর ,আরো গভীরতায় চোখের তলায় কালি
ধাওয়া করছে মানুষকে সভ্যতার কালো ছায়া।
নীরবে বরফ কেটে বেরিয়ে আসা ফ্রিজ  হয়ে যাওয়া মেয়েটির
৩৬-২৪-৩৬ এ জড়িয়ে নামছে বিষাক্ত অজগর।
বাজারে বিক্রি বাড়ছে  আর দৌরচ্ছে প্রগতির মিষ্টি ভর্তি ট্রেন
মস্তিষ্কের টিকিট কাউন্টারে লুব্ধতায়।

বরফের চাই  থেকে হেঁটে হেঁটে বেরিয়ে  আসছে
শহরের সাজানো বিজ্ঞাপন।
আমি অ্যান্টিথিসিসের কথা ভাবছি ,ভাবছি ঐতিহাসিক বানিজ্যের কথা
যেখানে নগ্নতা  বিক্রি হয় ভার্জিন নন প্রাক্টিকাল শৈশবে।
সেখানে শরীর   প্রিয় কার্টুন   কেরেকটারের মত
সাজানো ,গোছানো সভ্যতা বিজ্ঞাপনে ,
একটু নগ্নতা  সেলেবেল বিছানার চাদরে কন্ডমের খামে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...