Thursday, June 25, 2015

এ কি জীবন

এ  কি জীবন
,,,,,,,,,,,,,,,, ঋষি
================================================

এ  কি জন্ম ?
এই কি তবে সমৃদ্ধতর জীবনযাপন।
নাকি শুধু ঈশ্বরের কবিতা
ছাপানো  পুস্তাকলয়ে শয়ে শয়ে  ছাপানো  লিফলেট।
গোলকের সর্বস্ব বিলোনো  আলুপ নয়নে কান্নার বীজ
এ  কি জীবন।

এ  কি জন্ম ?
নাকি সবই মিথ্যা প্রতিশ্রুতি ছাপানো সামজিক ভিত।
সাতপাঁকে বাঁধা ,সাত জন্মের সাথী সার্বিক সামাজিক মেলবন্ধন
জন্মাবার নতুন দিগন্তে এক পুরুষালি প্রচেষ্টা।
এই ক্লেদাক্ত অমৃতে একবার যেই ডুবিয়েছি জিভ
পুড়ে গেল, নষ্ট  স্বাদ স্বপ্নের জীবনযাত্রা ,বিছানার চাদরময়। ,
সঙ্গে অহেতুক কিছু বিষাক্ত দংশন ,
চল না, সমস্ত পুরুষস্পর্শ মুছে পুনর্বার কুমারী হয়ে উঠি
এক নতুন জীবন ,এক নতুন জন্মে।

জল আমাদের সঙ্গে থাকা সই
জীবিত বাঁচা  সামজিক পৌরুষের  প্রয়োজনীয় মই।
অনেক উঁচু পুরুষ স্বার্থ ,পৌরুষের  সামজিক ভিত
আমাদের  ব্যবহার  সার্বিক সংসারিক কল্যানের রীত।
মায়া ,মমতা ,প্রেম আমাদের সঙ্গে ,প্রতি অঙ্গে
ঝলসে ওঠে পৌরুষের মাংস  লোভী চোখ।
জল আমাদের নারীজন্মের সঙ্গে থাকা সই
এইটুকু ছুঁয়ে শুধু বলি
আমরা শুধু  গরম  কড়াইয়ে  কই।

এ  কি জন্ম ?
এই কি তবে সমৃদ্ধতর জীবনযাপন।
বেজে ওঠে কোনোখানে, কখনো সামাজিক পৌরুষে
অন্ধকার হারায়  আলোয় ,খুলে যায় জন্মপথদ্বার।
কুমারী বোঝে না এই সামাজিক  বলির মানে
এ  কি জীবন।

(আমার এই প্রচেষ্টা কোনো নারী কল্পমায় নারী কলমে নারীর অধিকার সম্বন্ধীয়।  এই কবিতা ক্ষেত্র বিশেষে প্রযোজ্য। )

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...