Friday, June 26, 2015

চেতনার পরে


চেতনার পরে
................ ঋষি
==========================================
আমাকে আকর্ষণ করে দূরত্বে থাকা ঘাম
যতই বৃষ্টি হোক না চুর চুর কাঁচগুড়ো রৌদ্রে।
চেতনা খুলে রাখি হাজারো কষ্টে
অন্য গ্রহের কোনো অচিন এলিয়ন অদৃশ্য প্রচেষ্টায়
পৃথিবীতে হাঁটতে থাকে ।
নরম মাটি ,নরম বেড়াল ,নরম ভাঁড়ারে
চুরি হয়ে যায় যত্নে সাজানো রত্ন মিউজিয়াম থেকে।

তুমি রেখে যাচ্ছ স্নানের ধারণা…
নরম মাঠি মাখা ,এক গলা জলে দাঁড়িয়ে সেল্ফিতে।
আমি চুর চুর কাঁচগুড়ো বাঘের মাসি হয়তো
দাঁড়িয়ে আছি এককোনে ,থাবা তুলছি,
চাটছি নরম মাটি।

ধারণা হলো অগ্রাহনের ধানের ক্ষেত ,ধানের দুধেল স্পর্শ
মাটির মন ,,,সবুজ ঘাস ছুঁয়ে শিশির ভেজা ঠোঁটে।
মিষ্টি গন্ধ ,,,এক টুকরো আদর
আমি হেঁটে চলেছি আদিম প্রশ্রয়ে মাটির বুকে পা।
পরিব্রাজক কোনো প্রাচীন ধ্বংসস্থুপের মিউজিয়ামে দাঁড়িয়ে
একলা প্রকৃতির বুকে।

তাহলে খবর হলো আবহদপ্তরের কাছে ওয়েদার পরিষ্কার
বৃষ্টির খবর নেই ,নেই ঝড় ।
কিন্তু আমি খবর চাইছি ঝড় ,বৃষ্টির ,
চাইছি এলিয়ন নরম মাটিতে।
চাইছি উড়ে যাক সবুজ পাতা ,ধুলো ,ভাঙ্গুক গাছ
বৃষ্টি আসুক ধুঁয়ে দিক ক্ষত ,
নরম মাটিতে এলিয়ন হাঁটুক আমাদের মতো। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...