Thursday, June 4, 2015

শুধু মানুষ

শুধু মানুষ
............. ঋষি
==================================================
লোকটা একটা কল করছে মানুষকে
রিংটোনে বেজে যাচ্ছে মানুষ।
অদ্ভূত শুনতে লাগলো না দৌরাত্মের মিডিয়ায় রাখা অস্তিত্বকে
ঠিক এমনি শুকনো ঠোঁটে রৌদ্র একটা এসিরুম খোঁজে
খোঁজে একটু ভালো থাকা।

সকালের ফুটপাথে লুটোপুটি  খায় মানুষ শৈশব
বাসের জানলায় মুখ ভেংচায় ক্লান্ত সময়ের মানুষ।
সময় কি স্থির একমাত্র শ্যামবাজারে নেতাজী মূর্তিতে
না কি ঘড়ির কাঁটা ঘোরে শুধু  বড়লোকের পাড়ায় পাড়ায়।
আর নিতান্ত সাধারণ যারা তাদের কি রক্তে কেবলি দূরত্ব লেখা
অনবরত  কল করতে থাকা নিজের অস্তিত্বকে।

মানুষ, প্লিস একটু ভালো থাকুন
প্রশ্ন অনেক উত্তরপত্রের শেষ সীমানায় ছুঁয়ে থাকে আতঙ্ক।
পাশ ,ফেল অন্যের হাতে
ঈশ্বর সবাই পাশ করবে তো।
বেঁচে থাকবে তো মানুষ নামক যৌতুক জীবনগুলো দৈনন্দিন
বাড়ি ফিরবে তো প্রত্যেকে বেলাশেষে আনন্দ নিয়ে।

কবে ,সত্যি মানুষ কল করবে না নিজের অস্তিত্বকে
রিংটোন শুধু বাজবে না নিজেদের অস্তিত্ব  ।
বরং সকলের কলার টিউনে থাকবে বেঁচে থাকবে জীবনের গান
সাম্যের গান ,থাকবে  না কোনো জান্তব সভ্যতা
থাকবে শুধু মানুষ, থাকবে না বাবু আতংক এই দৈনন্দিন । 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...