Tuesday, June 9, 2015

একলা মেয়ে

একলা মেয়ে
................... ঋষি
=====================================================
আজ তুমি শেষ হবে হে একলা মেয়ে
নদীর কাছ থেকে কুড়িয়ে পাওয়া শরীরটা আর যাই হোক
বিশ্বস্ত সুত্রে খবর তোমার।
নিত্য ডালপালা মেলা জীবনের নদীটা আর পাঁচটা গৃহস্থের মত তোমারি ছিল
সোনার সংসার ,সুন্দর স্পর্শ। ..... সবকিছু তোমার।
অথচ সেই সমাজ দাঁড়িয়ে আছে প্রাচীন প্রান্তরে ব্যাবিলনের স্তম্ভের মত
কোথাই যেন গীতার শ্লোকের মত পুরুষতান্ত্রিক শিরায় শিরায়
তুমি উত্পাদন যন্ত্র ,,,,,,,, পুরুষ সন্তান সমাজের ভিত।

এই নিয়ে পাঁচটা যোনির জননী তুমি
হাজারোবার তোমার পুরুষ তোমাকে বলেছে ,শরীরে মন্ত্রে।
ছেলে চাই ,ছেলে। ........অনেক হলো শেষবার ,,,শেষবার বলা হচ্ছে তোমায়
একলা মেয়ে তুমি বুঝলে না সমাজ ব্যবস্থা।
দুম করে দশ মাস গর্ভে নিলে আরেকটা যোনি
ছি ,,,,, তোমাকে  না বলেছি এটা  পুরুষের দেশ।
তোমাকে না বলেছি সংসারের এগিয়ে যাওয়া পুরুষের হাত ধরে
মানলে না বারণ ,শুনলে না বারণ। .........আবারও যোনি।

আজ তুমি শেষ হবে হে একলা মেয়ে
তার আগে  , তোমাকে বারংবার  ধর্ষণ করবে সমাজের উঁচু পতিরা।
তারপর ,তোমাকে বেধরক মারবে ,বলবে সকলে তুমি সংসারের  কলঙ্ক
তোমার ছিন্নভিন্ন শাড়ির ফাঁকে বৈশাখের ঘাম ঝরাবে রাস্তার কুকুর।
তোমার আত্মীয়রা ,তোমার স্বামী ,তোমার শাশুড়ি ,তোমার আত্মার সংসার
বলবে  বেশ হয়েছে আরো মারো, আরো মারো।.. সকলে বলবে কুলাঙ্গার।
একলা মেয়ে তোমার মৃতদেহ পাওয়া যাবে কোনো অচেনা নদীর চরে
বিশ্বস্ত সুত্রে প্রকাশ পাবে এক গৃহবধুর আত্মহত্যার কাহিনী।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...