Saturday, June 13, 2015

মূল্য বেঁচে থাকা

মূল্য বেঁচে থাকা
..................... ঋষি
===============================================
রাত্রে বদলানো দৃশ্যগুলো ঠিক দেখতে পারছি
রাত দুটো ,অন্ধকার সড়ক ,সামনে লাইট পোস্টের তলায় তপ্সরী।
নিমগ্ন নিস্তব্ধতা অপেক্ষা করছে পৃথিবী মাটিতে
ঈশ্বর কোথাও হস্ত মৈথুনে তৈরী করছে শরীরের কাব্য।
নিত্য এ সময় এই তপ্সরী দাঁড়ায় একই মাটিতে
অথচ বদলায় না মাটি ,পোড়া মাটি।

টেরাকাটা স্টাইলে ঈশ্বরের শরীর খুঁদে তৈরী  হয়  মাংসের জাফরী
বিষন্ন সভ্যতার আলোকে এগুলো মন্দিরের শোভা বাড়ায়।
অথচ ঈশ্বর বদলায় রোজ ,শরীর নয়
জাফরী দিয়ে জ্যোত্স্না ঢুকে পরে ,ঢুকে পরে জীবিত আলো।
বাঁচতে হবে কালকের দিনটা
হাতে সময় খুব কম তপ্সরী ঘড়ি  দেখে ঘন ঘন।
এদিক ,ওদিক তাকায় ,ঈশ্বরকে স্মরণ করে
প্লিস একটা শরীরে মূল্য দরকার।....... ভীষণ।
খিদের পৃথিবীতে শরীর প্রেমময়
আর প্রেমের পৃথিবীতে বেঁচে থাকা জ্বালা।
এ জ্বালা আদিম ,এ জ্বালা যন্ত্রণার
রুটির বিনিময় লজ্জা ,অস্তিত্ব ,আত্মা সব বলি গিলোটিনে দৈনন্দিন
এই ভাবেই তো বেঁচে আছে সবাই।

রাত্রে বদলানো দৃশ্যটা চোখে পরার মতো
সূর্যের আলো ,সদ্য জাগছে সড়ক ,ঘুম ভাঙ্গা লাইট পোস্টের তলায় তপ্সরী।
নিমগ্ন নিস্তব্ধতায় মাটি আঁকড়ে একটা রক্তাক্ত মাংসপিন্ড
ঈশ্বর আরমোড়া  ভেঙ্গে ছুঁড়ে দেন মাটি। ...একটা  সভ্যতা।
নির্বিকার টলতে টলতে উঠে দাঁড়ায় তপ্সরী
বুকের কাছে জড়ো করা হাত মূল্য খিদে। ..মূল্য বেঁচে থাকা। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...