Saturday, June 20, 2015

অদ্ভূত অবচেতনে

অদ্ভূত অবচেতনে
............... ঋষি
==============================================
ভুলগুলো ঝুলে আছে ঝুলের মত
মাকড়শার রণপায়ে লেগে থাকা আঠার মত দূরত্ব।
এভাবে ভালোবাসা একলা না করলেও পারতো
এভাবে ভালোবাসা আমাকে ভালো না বাসলেও পারতো।
সামনে ঝোলানো বারান্দার রেলিঙে ক্যাকটাসের  সবুজ গা
এই ভাবে ব্যথাটা আরো গভীর না হলেও পারতো।

সারা দুপুর জুড়ে তোমায় কতকিছু বললাম ,লিখলাম
পাতায় পাতায় হৃদয়ের জমা হওয়া মাকড়সার জাল।
নীল আকাশী রঙের শাড়ীতে আকাশের চোখে
তোমার যত্নে  ছবি আঁকলাম।
অভ্যস্ত লিরিকাল হাতে উড়ন্ত পাখনা ওলা ঘুড়ি
স্যা স্যা ঝড়ো হাওয়া ,পাখির ঘর।
দুলছে বারান্দার ভেজানো জানলা , ঝোলানো ক্যাকটাসে
দুলছে চোখের সামনে জমা হওয়া মুহূর্তরা।
তোমাকে  ছাড়া ভালো লাগছে না আর
তোমাকে ছাড়া মুহুর্তদের বিদ্রোহ একলা আগুনে।

চলো পাল্টানোর দিন থেকে দুপুর তুলে রেখে
ঘড়ির কাঁটায় টানটান পাঁচটা।
এতো যে কাউকে ভালোবাসা যায় ,এভাবে যে কাউকে ভালোবাসা যায়
আমি জানি না।
আসলে জানতে চাই না এই ভাবে বেঁচে থাকার মানে
তোমার নাভি ছুঁয়ে ডোবানো চোখ তোমার রাস্তায়। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...