Saturday, February 13, 2016

তুই তো আছিস

তুই তো আছিস
.................. ঋষি
==============================================
সেই ছেলেটার মৃত্যু নেই
এটা কোনো ডিপ্লোমেটিক উত্তর না।
কাগজের ফুল
সভ্যতার টেবিলে সাজানো ফ্লাওয়ার ভাসের যন্ত্রণা।
ছেলেটার কোনো ঋতু নেই
কাগজের মতন খসখসে বায়ু চরে প্রতি লেভেলে স্তব্ধতা।

এই ভাবে সাজানো এক মসৃন দিনে
সকলে ছুটে যাচ্ছে একে অপরের আকর্ষণের নিজদের মাঝে।
ছেলেটা চুপ করে দেখছে
গাছের পাতা ঝরা দীর্ঘ শ্বাসের আতঙ্ক।
প্রেম নাকি বড়রাস্তার জেব্রাক্রসিং এর নিয়মিত বাস
সময় আসে ,সময় যায়।
শুধু ছায়া স্তব্ধ থেকে যায় একা কোনো  পাতা ঝরা পথে
সময়ের প্রলেপ।

সেই ছেলেটার মৃত্যু নেই
কারণ এটা কোনো মৃত্যুর কবিতা না।
সময়ের শব
নিজস্ব আয়নার সাথে সন্ধিক্ষণে দাঁড়ানো প্রেমের মুখ।
বুকের দরবারে রাতজাগা যন্ত্রণা
তুই তো আছিস।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...