Friday, February 26, 2016

পাহাড়ি অর্কিড

পাহাড়ি অর্কিড
.................. ঋষি
===========================================
অর্কিড তোমার জমানো জীবনে
জন্মান্তরের আশ্রয়।
পাহাড়ি কোনো মেঘলা নদীর কুয়াসা কুড়োনো সকালে
তুমি আপ্লুত কোনো পাগল প্রেমে।
অর্কিড তুমি চিরকালীন গভীর আলোড়ন
সবুজ এই পাহাড়ি প্রেমে।

আঁকাবাঁকা সাঁকো ধরা জড়ানো জীবন
ওঠা ,পড়া,বোঝা পড়া ইচ্ছাদের  রৌদ্র।
আচ্ছা অর্কিড
তুমি কি মাটি ভালোবাসো।
ভালোবাসা পথ চলা পথিকের আনন্দ দৃষ্টি তোমার উপর
অজস্র সবুজের ফাঁকে তোমার জন্ম মাটির।
তুমি কি আকাশ ভালোবাসো
অনন্য রৌদ্র মাখা ক্লান্ত পাহাড়ি চড়াইয়ের তৃষ্ণা।
তুমি কি সময় ভালোবাসো
ভালোবাসো পাহাড়কে।

অর্কিড তোমার জমানো অভিমানে
পাহাড়ি নিস্তব্ধতা।
ঝরে পরা হিমেল ঝরনা শীতল পরশে
কেমন একটা ঝিম ধরা ভাব।
নেশা
অর্কিড এক  পাহাড়ি প্রেমে। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...