ফ্রেমে বন্দী ছবি
.............. ঋষি
===========================================
এমন একটা ছবি চেয়েছিলাম তোর কাছে
সেই পুরনো দিনের সিনেমার মতন।
এমন এক ছবি চেয়েছিলাম
যেখানে শব্দদের বলতে হয় পিছিয়ে যা আরো পিছনে।
যেখান থেকে শব্দ জন্ম হয়
সেই বর্ণরা তোর মতন সেজে উঠুক পুরনো রঙে।
এমন এক চোখ চেয়েছিলাম আমি
যার গভীর তুলে আনা যায় মহামূল্যবান একটা গোটা জীবন।
সেই বড় রাস্তার ধরে টিউব কলটার মতন
আমিও সারা জীবন ভিজে থাকতে চেয়েছিলাম।
সেই পুরনো রাস্তা ধরে
যেখান থেকে তোর বাড়ি দেখা যায়।
দেখা যায় সেই বারান্দা
সেই চোখ
আর সেই তুই।
এমন একটা ছবি চেয়েছিলাম তোর কাছে
যেটা দেখলে আমি পিছিয়ে যেতে পারি তোর হাত ধরে।
হয়তো আরো আদিম ,আরো কোনো হরপ্পা সভ্যতায়
পুরনো ভাস্কর্যের মতন জীবিত থাকতে পারি।
পাশাপাশি ,কাছাকাছি
সারাজীবন কোনো পুরনো ফ্রেমে বন্দী ছবি।
.............. ঋষি
===========================================
এমন একটা ছবি চেয়েছিলাম তোর কাছে
সেই পুরনো দিনের সিনেমার মতন।
এমন এক ছবি চেয়েছিলাম
যেখানে শব্দদের বলতে হয় পিছিয়ে যা আরো পিছনে।
যেখান থেকে শব্দ জন্ম হয়
সেই বর্ণরা তোর মতন সেজে উঠুক পুরনো রঙে।
এমন এক চোখ চেয়েছিলাম আমি
যার গভীর তুলে আনা যায় মহামূল্যবান একটা গোটা জীবন।
সেই বড় রাস্তার ধরে টিউব কলটার মতন
আমিও সারা জীবন ভিজে থাকতে চেয়েছিলাম।
সেই পুরনো রাস্তা ধরে
যেখান থেকে তোর বাড়ি দেখা যায়।
দেখা যায় সেই বারান্দা
সেই চোখ
আর সেই তুই।
এমন একটা ছবি চেয়েছিলাম তোর কাছে
যেটা দেখলে আমি পিছিয়ে যেতে পারি তোর হাত ধরে।
হয়তো আরো আদিম ,আরো কোনো হরপ্পা সভ্যতায়
পুরনো ভাস্কর্যের মতন জীবিত থাকতে পারি।
পাশাপাশি ,কাছাকাছি
সারাজীবন কোনো পুরনো ফ্রেমে বন্দী ছবি।
No comments:
Post a Comment