Friday, February 5, 2016

অন্য ২১

অন্য ২১
............ ঋষি
=============================================
রক্তের লাল নদী যদি ভাষা হয়
তবে ২১ শে ফেরুয়ারী বাংলাদেশ  হলো  আতুঁড় ঘর।
বর্ণের পরিচয়
শব্দের অধিকার।
বরকত ,রফিকউদ্দিন ,আব্দুলের স্বপ্নের  মৃত্যুকে
ভাষার ইচ্ছা বলা যায় ।

২১ শের সেই রক্ত মাখা পথের উপর দাঁড়িয়ে
আমার দেশ।
আমার জাতীয় ভাষা  যদি  বাংলা না হয়
তবে কাকে দেব কলঙ্ক।
কাকে দেব এই শৈশবের অধিকার
হারিয়া যাওয়া স্মৃতির পাতায় শিশুর মুখে প্রথম বুলি
" মা " ।
নিতান্ত সেই জন্মের অধিকার বোধ থেকে বলি
ভারতবর্ষ তুমি এই বাংলায়।
তোমার অধিকার
বাংলা ভাষা।
তোমার জাতীয় সঙ্গীত যদি বাংলা ভাষায় হয়
তবে কেন তোমার রাষ্ট্রীয় ভাষা হিন্দি হবে?

উত্তর দেবে না সময়ের ইতিহাস
বুকের ফাঁকে জমানো হা ,হুতাশ।
সময়ের করাঘাতে বাঙালী  হারাচ্ছে তার ভাষা
হারাচ্ছে তার অধিকার।
হয়তো কোনো অন্য ২১ শে আবার হয়তো কারো রক্ত
অধিকার দেবে জাতীয় ভাষা বাংলার। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...