Tuesday, February 23, 2016

পাহাড়ি রোদ

পাহাড়ি রোদ
............... ঋষি
==============================================
স্বপ্নগুলো এক ঝাঁক রৌদ্র
আর পাহাড়ি স্বাধীনতা।
উচ্ছল মেঘলা দিনের মতন বরফে ঢাকা
শীতলতা।
তোর মেরুদন্ড বেয়ে
আমার স্পর্শে নিস্পেষিত ভালোবাসা।

এমন করে ভালোবাসা যায় নাকি
সারা আকাশে মেঘের ভেলাতে ছোটো ছোটো মুহুর্তদের চাবিকাঠি।
ভালোবাসি ,ভালো আছি
কিন্তু বল এমন করে ভালবাসা যায় নাকি।
শীতের ওমে পাহাড়ি ঝরনার আলতো আবেশে
একমুঠো জল তৃষ্ণা ভেজানো ঠোঁট।
আরো কাছে
মিলেমিশে।
মনের বাতাসে পাহাড়ি রোদ।

স্বপ্নগুলো স্পর্ধা ছাড়া শীতল হাওয়া
তোর বুকের নিঃশ্বাসে ,আরো গভীর বিশ্বাসে
বাঁচতে চাওয়া।
এক আঁচলা জীবন তোকে ছুঁয়ে আরো গভীরে
থাকতে চাওয়া।
সারা আকাশে ,বাতাসে এখন শুধু তুই।   

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...