Thursday, February 4, 2016

তোর পদশব্দ

তোর পদশব্দ
................. ঋষি
========================================
কয়েকশো ভোর পরে থাক
কাগজ কুড়ানো কুয়াসার সাথে।
রৌদ্র ঝুলি থেকে যতই বেরিয়ে আসুক মৃত হৃদয়
সেও জেগে ওঠে ঘুম থেকে।
শতাব্দীর শেষ পেরেকটা তুলে বলে
বেঁচে আছি কারণ তুই আছিস তাই।

ম্যগাজিনে শেষ শরীরটা দেখে কামার শালায়  যায়
নিজেকে পুড়িয়ে ,তৈরী করি তলোয়ার।
সময়ের রক্তাক্ততায় সময় বেড়ে যায়
অথচ জানিস তুই আছিস
আমার ভালোবাসার শরীর ,আমার ধুকপুক  যন্ত্রণা।

বাড়তে থাকা তৃষ্ণা নদীর
মেঘের চোখে জল।
কৃষ্ণ বলে হৃদয় প্রিয়া
প্রেম যমুনায় চল।
প্রেমের বাঁশী শব্দ সুরে বাজবি প্রিয়া বল।

কয়েকশো রাত পেরিয়ে
চোখের তৃষ্ণা ঘেঁষা শব্দ সুরে পদশব্দ তোর।
তুই আসছিস যেন ভোরের প্রথম শিশির
তুই আসছিস যেন মন্দিরের ঈশ্বরের ফুল।
আর আমি তোর বাঁচার কোনো দেওয়াল বাওয়া শেওলা
শরীর জুড়ে শরীরময় হৃদয় আদিমতা।

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...