Tuesday, February 2, 2016

তোমার লিপস্টিকে

তোমার লিপস্টিকে
................. ঋষি
===============================================
প্রশ্ন একটা ছিল পুরনো গিটারের ছেঁড়া রাতের মত
ভুল করে ভালোবাসা যায়।
সময়ের শব্দ স্বরে ভালোবাসা ড্রাকুলার মতন রক্তচোষা উপস্থিতি
সময় চুষে নেয়।
নিদ্রায় জেগে ওঠা সকালের শেষ চ্যাপ্টারে
ভালোবাসা  তার বাঁধে ,গিটার বাজায়।

সোনালী স্বপ্নের আঁচল বাতাসে মেলাতে মেলাতে আঁকড়ে ধরে
হৃদয়ের চোরা কুঠরিতে অবহেলিত সময়ের দাসত্ব।
এক গ্লাস ওয়ানের চোখে লেগে থাকে নির্ভিক পদচরণ
চিত্কার বুকের দরজা খোলা আস্ফলন।
বুকের ক্যানভাসে অনবরত মোচড়
ভিজে নোনতা রক্ত ,,,,,ড্রাকুলা ইন প্রসেস।
রক্ত ছবি ফুটে ওঠে
ফুটে ওঠে রক্তের পায়ের ছোপ অবিরাম স্নেহে।
আগলানো ঘনিষ্ঠ মুহুর্তের
মিশে যাওয়া শব্দ চয়ন।

প্রশ্ন একটা ছিল পুরনো গিটারের ছেঁড়া রাতের মত
আকাশের চাঁদে পূর্নিমার ভরন্ত উপলব্ধি।
আগামী জন্মানো সময়ের পাকদন্ডি বেয়ে
বিশ্বাসের কাছে।
অমাবস্যা বাসা বোনা শৈশবের স্মৃতি বুকে
আস্ফালন তোমার লিপস্টিকে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...