Saturday, February 13, 2016

শালা শান্তি

শালা শান্তি
.................... ঋষি
=======================================================
আজ আর শব্দ করবো  না
চিত্কার করবো না  স্বাধীনতা বলে শব্দটার দরজায় ,
আর করবো না ভুক হরতাল।
কি হবে এমন করে কখনো ,,,,,,,,,,,, কিছুই  ছিঁড়ে উপড়ানো যায় নি
শুধু চলে গেছে সময়ের গায়ে গোবরের গন্ধ মাখা বিনোদন
যা শুকিয়ে আজ ঘুঁটে পোড়া ছাই।

হাততালি
আরে কংসের বংশধর আরো জোরে দে রে বাবা।
পুড়ো গোড়া অবধি না ঢুকলে শান্তি নেই।
"শালা শান্তি " ।

সত্যি বলছি আজকাল মনে হয় আমার কলম চিবিয়ে বেড়োতে থাকে সময়
প্রেম বন্যা ,সামজিক বীজ বপন ,,,,,,,ন্যাকামিগুলো
মোটেই সময়ের না।
নিজের বাইরে নিজেকে বের  করে দেখা দরকার
নিজের ভিতরে আগুন জ্বলছে কিনা।
সত্যি কি মেরুদন্ড প্যান্ট ভেজানো শৈশবে কিংবা শুয়ে হিসির কাঁথায়
নাকি আজ ও দম আছে
খাড়া হওয়ার ,উঠে দাঁড়াবার ,সম্বল ইতিহাসের।

আজ আর শব্দ করবো না
সবটুকু নিগড়ে নিজেকে দাঁড় করাবো সময়ের বলাত্কারে।
মেরুদন্ডের যোনির  আড়াল থেকে জন্মানো  প্রতিবাদকে
তুলে দেবো সময়ের হাতে।
আর কোনো শব্দ  নয়
বয়ে যাক ইতিহাস আরেকবার স্বাধীনতার  ভেজানো দরজায়।  

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...