ঐশ্বরিক সার্কেল
......................... ঋষি
==================================================
শূন্য থেকে শুরু করে শূন্যতে শেষ
মাঝপথে ইশ্বর হেঁটে যান খড় বিচুলি সম্বল সভ্যতার ধুলোতে।
প্রেম সে তো গড়িয়ে নামা পুণ্য পাত্র
পুণ্য প্রেমে অস্তিত্ব ঈশ্বর হয়ে যায়।
সমস্ত যন্ত্রণা অধিক সাজানো ভাবগতিকে একটা ম্রিয়মান আলো
আগন্তুক সে যে চেতনা সম্পন্ন ঈশ্বর।
আগুনের কাছে চাওয়ার মত তৃষ্ণা
জন্ম নেই মায়ের খনিজ যোনিতে নির্দিষ্ট প্রতিবাদ বলি।
রাস্তায় দাঁড়িয়ে চিত্কার করলে সভ্যতা হয়
তবে নগ্নতা কি কাপড়ের নিচে লুকিয়ে থাকা শরীর শুধু।
কিংবা কুকুরের ভাদ্রমাসে
মানুষে প্রেমজ লিঙ্গতে সুড়সুড়ি হরলিক্সের বিজ্ঞাপন।
সভ্যতা আমি বড় হয়ে গেছি
চোখে চশমা লাগিয়ে গড়িয়ে নামা ঋতুকে অবলম্বন করে
সভ্যতা রক্তের ন্যাপকিনে শুকনো গন্ধ।
বিষাক্ত জীবানু
কিংবা বর্ণহীন প্রেমে অক্লান্ত চলা।
শূন্য থেকে শুরু করে শূন্যতে শেষ
এমন তর ভাবনার সার্কেলে দাঁড়িয়ে কোনটাই পাই না।
শুধু চোখা নোনতা রক্তে অন্ধকার কালি
সভ্যতা হয়তো কোনো নিয়মিত ক্রিয়ায় বাড়তে থাকা লোকসংখ্যা।
কিংবা কোঁচকানো চাদরে উঁচুনিচু মালভূমি
যেখানে পথ চলতে পিঁপড়েও হোঁচট খায়।
......................... ঋষি
==================================================
শূন্য থেকে শুরু করে শূন্যতে শেষ
মাঝপথে ইশ্বর হেঁটে যান খড় বিচুলি সম্বল সভ্যতার ধুলোতে।
প্রেম সে তো গড়িয়ে নামা পুণ্য পাত্র
পুণ্য প্রেমে অস্তিত্ব ঈশ্বর হয়ে যায়।
সমস্ত যন্ত্রণা অধিক সাজানো ভাবগতিকে একটা ম্রিয়মান আলো
আগন্তুক সে যে চেতনা সম্পন্ন ঈশ্বর।
আগুনের কাছে চাওয়ার মত তৃষ্ণা
জন্ম নেই মায়ের খনিজ যোনিতে নির্দিষ্ট প্রতিবাদ বলি।
রাস্তায় দাঁড়িয়ে চিত্কার করলে সভ্যতা হয়
তবে নগ্নতা কি কাপড়ের নিচে লুকিয়ে থাকা শরীর শুধু।
কিংবা কুকুরের ভাদ্রমাসে
মানুষে প্রেমজ লিঙ্গতে সুড়সুড়ি হরলিক্সের বিজ্ঞাপন।
সভ্যতা আমি বড় হয়ে গেছি
চোখে চশমা লাগিয়ে গড়িয়ে নামা ঋতুকে অবলম্বন করে
সভ্যতা রক্তের ন্যাপকিনে শুকনো গন্ধ।
বিষাক্ত জীবানু
কিংবা বর্ণহীন প্রেমে অক্লান্ত চলা।
শূন্য থেকে শুরু করে শূন্যতে শেষ
এমন তর ভাবনার সার্কেলে দাঁড়িয়ে কোনটাই পাই না।
শুধু চোখা নোনতা রক্তে অন্ধকার কালি
সভ্যতা হয়তো কোনো নিয়মিত ক্রিয়ায় বাড়তে থাকা লোকসংখ্যা।
কিংবা কোঁচকানো চাদরে উঁচুনিচু মালভূমি
যেখানে পথ চলতে পিঁপড়েও হোঁচট খায়।
No comments:
Post a Comment