কালো ছাতা
............... ঋষি
===============================================
বিষাদের কোনো মন্ত্র হয় না
সে যে খাঁচায় আটকানো চারদেওয়ালে শুয়ে থাকা নিস্তব্ধতা।
আকাশের দিকে তাকিয়ে দেখা মন চাওয়া রৌদ্রকে
যদি বৃষ্টি মনে হয়।
তবে বিষাদ সে তো ভিজতে থাকা
এক আকাশ কালো মেঘ মাথায় ঢাকা কালো ছাতা।
ঈশ্বর নাকি হাঁটতে ভুলে গেছেন
সময়ের সাথে।
অথচ আমরা মানুষ অনবরত পা মেলাতে থাকি অকৃতজ্ঞ সময়ে
সংযুক্ত কোনো শক্তির সাথে তাল রেখে।
হৃদয়ে বেজে ওঠে মম চিত্তে , নিতি নৃত্যে কে যে নাচে
এ যেন ঐশ্বরিক পায়ের ঘুঙরুতে বাদর নৃত্য।
বিষাদ তুমি ফিরে যাও
তোমার বড় রাস্তার মোড়ে একলা দাঁড়ানো লাইট পোস্টে।
সেখানে আলোর বৃষ্টি হোক
তুমি মৃত্যুকে সাক্ষী করুক আপাদমস্তক শূন্যতা
নিজস্ব আয়নায় তখন সময়ের মুখ।
বিষাদের কোনো মন্ত্র হয় না
পাশ দিয়ে চলে যাওয়া সময়ের ভিড়ে অনবরত রক্তক্ষরণ।
ফিরে আসা সময়ের অযোগ্যতার প্রিয়জন
তাই ফিরে আসে না।
ফিরে আসে প্রিয় মুখ বারংবার
বিষাদ তাকে দেখতে ঠিক তোমার মত।
............... ঋষি
===============================================
বিষাদের কোনো মন্ত্র হয় না
সে যে খাঁচায় আটকানো চারদেওয়ালে শুয়ে থাকা নিস্তব্ধতা।
আকাশের দিকে তাকিয়ে দেখা মন চাওয়া রৌদ্রকে
যদি বৃষ্টি মনে হয়।
তবে বিষাদ সে তো ভিজতে থাকা
এক আকাশ কালো মেঘ মাথায় ঢাকা কালো ছাতা।
ঈশ্বর নাকি হাঁটতে ভুলে গেছেন
সময়ের সাথে।
অথচ আমরা মানুষ অনবরত পা মেলাতে থাকি অকৃতজ্ঞ সময়ে
সংযুক্ত কোনো শক্তির সাথে তাল রেখে।
হৃদয়ে বেজে ওঠে মম চিত্তে , নিতি নৃত্যে কে যে নাচে
এ যেন ঐশ্বরিক পায়ের ঘুঙরুতে বাদর নৃত্য।
বিষাদ তুমি ফিরে যাও
তোমার বড় রাস্তার মোড়ে একলা দাঁড়ানো লাইট পোস্টে।
সেখানে আলোর বৃষ্টি হোক
তুমি মৃত্যুকে সাক্ষী করুক আপাদমস্তক শূন্যতা
নিজস্ব আয়নায় তখন সময়ের মুখ।
বিষাদের কোনো মন্ত্র হয় না
পাশ দিয়ে চলে যাওয়া সময়ের ভিড়ে অনবরত রক্তক্ষরণ।
ফিরে আসা সময়ের অযোগ্যতার প্রিয়জন
তাই ফিরে আসে না।
ফিরে আসে প্রিয় মুখ বারংবার
বিষাদ তাকে দেখতে ঠিক তোমার মত।
No comments:
Post a Comment