Friday, February 12, 2016

রক্তের চাষ

রক্তের চাষ
...................... ঋষি
=================================================
লেহন জরুরী  না জরুরী ,,,বিস্ফোরণ
বারুদের পোড়া গন্ধ সময়ের গায়ে।
সমস্ত রিয়ালিটি জুড়ে
অসংখ্য প্রলোভন আর নাকাবের  ফাঁকে কিছু হৃদয় রাখা।
পিষে যাওয়া চাবুকের রক্তের দাগ
ভিজে যাওয়া মস্তিষ্কের উর্বরতায় রক্তের চাষ ।

সার দিয়ে পরে থাকা শরীর
সমাজের চোখ।
জোরাজুরি করেও উত্তরিত হয় না ইচ্ছার পাশ বলিস
বরং সময় পাশ ফিরে শোয়।
জীবন চিত্কার করে বলে রীতি, নীতি ,ধর্ম ,কর্ম
শিক্ষা ,বাবার নাম ,পাসপোর্ট।
রোজগার কত ,সিগারেট খায় ,মদ ,,,,,,,মেয়েছেলে  ,,,না ফোঁয়ারা
নাকি অশিক্ষিত গাঁজার  ঠেক।
এই প্রতিবাদ  আগুন থেকে শেখা,,,, নেশার চোখে দেখা
এক আলাদা পৃথিবী
যেখানে রেপ একটা শব্দ আর শাস্তি আইনের কাগজ।

লেহন জরুরী  না জরুরী ,,, রক্ত
বুলেটের শেষ গুলিটা পুড়ে দেবো সময়ের অস্থিরতায়
একটা মৃত্যু জরুরী ,,,,,,,,,, ।
ইসপার কি উসপার জোকার  সভ্যতার ফুটোতে
আঙ্গুল ঢুকিয়ে, ব্যাকা  করে  ঘি না বেড়োক
কিছু মানুষ তো বেড়োবে ,,এটাই শান্তি। 

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...