Tuesday, February 23, 2016

অঙ্গীকারে

অঙ্গীকারে
........... ঋষি
=========================================
ফিরে আসবো বলে
আগুনের প্রেমে এমন পোড়া দাগ।
সমস্ত উজাড় করে নিজস্ব বর্বরতার অধিকারে
আমার উপহার।
এক বুক ভেজা জ্যোত্স্নায় বালি
আর নির্ভিক কৃপণতায় চেতনার ঘর।

এই ভাবে কোনো মেঘলা চোখের চাহুনিতে
অজস্র ধুকপুক।
বাড়তে থাকা জটিলতায় অনাহুত আকর্ষণ
বিকর্ষণ এখানে নেই।
নেই এখনে ফেলে থাকা শবেদের অধিকার
চিতার ছাই.
বাঁচতে চাই
বেঁচে আছি তাই
না হলে কবে।

ফিরে আসবো বলে
ঘোর লাগা সময়ের সম্বলে আলোপিত জীবন।
সমস্ত স্পর্শার বাইরে তোর ঠোঁট ছুঁয়ে আলাপন
নিস্তব্ধতা।
অঙ্গীকার জীবনের দর্পণ
ভাঙ্গা কাঁচ আর বাড়তে থাকা দুর্বলতা।

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...