Friday, February 5, 2016

ওম নম শান্তি

ওম নম শান্তি
................ ঋষি
================================================
শিখে যাবি তো ,শেখাটা যে আবিষ্কার
প্রতিটা নখের আঁচড় কোনো এক ভয়াবহ দুর্ঘটনা জীবন।
অথচ আমরা সহস্র প্রাচীন শেওলার জান
মরি না বেড়ে উঠি চলন্তিকা।
বাঁচার অভ্যাস আমাদের
হাঁটি পা ছেড়ে হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখে যায়।

মেঘের আড়ালে থাকা স্বাপদের মুখগুলো
তোর খুব কাছের চেনা আকাশের লাল রং চলন্তিকা।
জীবন যেখানে জীবন্ত কোনো আগুনের ঘিয়ে
বাড়তে থাকা লাল ছটফটে ইচ্ছা।
সময় সেখানে আঁকড়ে থাকে বুকের পাঁচিলে শেওলা ঘেঁটে
কিছু  আবিষ্কার
বাঁচতে চাওয়া।
নিদেন পক্ষে চলন্তিকা তোর ক্যালান্ডার সম্বল জীবনের পাতায়
পুরনো তারিখ।
হারিয়ে যায় জানি
তবু বাঁচি  আমরা সবাই।


শিখে যাবি তো ,শেখাটা যে আবিষ্কার
বুড়ো কলম্বাসের চোখে লেগে থাকা একটা  নেশা।
জীবন যেখানে পুরনো হরির কাঁথায় শুয়ে থাকা ধর্ম
সেখানে বেঁচে থাকা যন্ত্রণা বোধ হয়।
ওম নম শান্তি
শুধু বাঁচতে থাকায়। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...