Tuesday, February 9, 2016

মানুষের পরিচয়

মানুষের পরিচয়
................. ঋষি
===============================================
আগুন থেকে জন্ম নেওয়া রক্তের স্বাদ
জিভ ঘেঁষে বারুদের সাথে সন্ধি।
নোনতা লাগে
লাগে আজকাল মিষ্টি।
ঘামের শহরে বৃত্তাকারে আবর্তিত লাভ লোকসানের খাতায়
ছিঁড়ে যাওয়া লোমে লোম ফোঁড়া।

জন্ম কাকে বলে
এহি সাওয়াল শুনা থা কহিপর।
দশ মাস দশ দিন জন্মের খিদে মিটে যায় মায়ের রক্তে
তারপর হয়তো বিভেদে জন্ম শুয়ে।
সভ্যতার পারস্পরিক চিত্কার
দেশজ আহ্বান কাঁটা ছেঁড়া মানচিত্র।
গিলোটিনে লেগে যাওয়া রক্ত ফোঁটা সভ্যতার ক্রীতদাস
তাই হয় তো জন্ম কোনো জানোয়ারের  নাম।
আর জন্মের মুহুর্তে পাসপোর্ট ,রেশন কার্ড
মৃত কোনো মানুষের পরিচয়।

আগুন থেকে জন্ম নেওয়ার ইতিহাস বুকে
প্রাচীন মৌর্য সম্রাট দাঁড়িয়ে আছেন রক্তের উঠোনে।
সম্বল শুধু এক সভ্যতার উচাটন
আর নিমগ্নতায় সময়ের পারাপারে রক্তাক্ত মুখ।
জন্ম নিচ্ছে অজস্র জাত ,অজস্র রং ,অজস্র কালি
মানুষ হারাচ্ছে পরিচয় মানুষের।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...