সমুদ্র আবাসিক
............... ঋষি
=============================================
কতবার তো সমুদ্র তোকে দেখলাম
তবু জানিস দেখতে ইচ্ছে হয়।
সেই বিকেলগুলো তোর ছুঁয়ে যাওয়া ভিজে ওষ্ঠে
পুরনো নোনতা স্পর্শ পেতে ইচ্ছে হয়।
ইচ্ছে হয় সমস্ত ইচ্ছেদের মাঝি নৌকাগুলো
তোর গভীরে ভাসাতে।
জানি অভিমানী তুই
হয়তো খানিকটা বিষন্ন নিজের অধিকার বোধের পারদের বোঝাপরায়।
তবু তোকে বলছি কোনো অজুহাত নয়
জানিস তো আমার শহর থেকে তোকে ছোঁয়া অসম্ভব।
তুই যে সমুদ্র। .....অসীম।
কোনো সৃষ্টির গভীরতায় তোর নদীমুলে সঙ্গম।
আর আমি ক্ষুদ্র কোনো জনপদ
বেঁচে আছি।
কোথাও ,কখনো ,নির্জনে তুই আছিস তাই
আকাশের গভীর সীমানায় আনন্দ মিলনে।
কতবার সমুদ্র তোকে দেখলাম
আঁজলা করে জল ছিটিয়ে এক শান্তি রৌদ্র দিনের উপলব্ধিতে।
পায়ের তলায় সেই পুরনো বালি
উত্তপ্ত তোর আঙ্গিনায় আমাদের শেষের দিনগুলো।
ইচ্ছেতে আবার পেতে ইচ্ছে হয়
সমুদ্র তোর গভীরতার আবাসিক আমি।
............... ঋষি
=============================================
কতবার তো সমুদ্র তোকে দেখলাম
তবু জানিস দেখতে ইচ্ছে হয়।
সেই বিকেলগুলো তোর ছুঁয়ে যাওয়া ভিজে ওষ্ঠে
পুরনো নোনতা স্পর্শ পেতে ইচ্ছে হয়।
ইচ্ছে হয় সমস্ত ইচ্ছেদের মাঝি নৌকাগুলো
তোর গভীরে ভাসাতে।
জানি অভিমানী তুই
হয়তো খানিকটা বিষন্ন নিজের অধিকার বোধের পারদের বোঝাপরায়।
তবু তোকে বলছি কোনো অজুহাত নয়
জানিস তো আমার শহর থেকে তোকে ছোঁয়া অসম্ভব।
তুই যে সমুদ্র। .....অসীম।
কোনো সৃষ্টির গভীরতায় তোর নদীমুলে সঙ্গম।
আর আমি ক্ষুদ্র কোনো জনপদ
বেঁচে আছি।
কোথাও ,কখনো ,নির্জনে তুই আছিস তাই
আকাশের গভীর সীমানায় আনন্দ মিলনে।
কতবার সমুদ্র তোকে দেখলাম
আঁজলা করে জল ছিটিয়ে এক শান্তি রৌদ্র দিনের উপলব্ধিতে।
পায়ের তলায় সেই পুরনো বালি
উত্তপ্ত তোর আঙ্গিনায় আমাদের শেষের দিনগুলো।
ইচ্ছেতে আবার পেতে ইচ্ছে হয়
সমুদ্র তোর গভীরতার আবাসিক আমি।
No comments:
Post a Comment