শহরের নাম
,,,,,,,,,,,,,,,,,,,, ঋষি
===============================================
এমন বলতে নেই
ঠিক সেখানে দাঁড়িয়ে আমি সিম্বলিক কৃপনতা।
নীলের খবর রাখে নি জীবন
সে তো আকাশের গায়ে লোকানো অসংখ্য জীবিত প্রয়াস।
না ঠিক এমন করে না
যেমন করে সহজেই তোমাকে রাখা যায় বুকের ভাঁজে।
ভাবনা সন্তান সম্ভবা এখন
সমস্ত দ্রবীভূত তাপাঙ্কের নিচে শরীর শুয়ে।
নিজেকে মাঝে মাঝে বড় শীতল লাগে ,,সবটাই মৃত
কখনোবা কল্পনা হল ধরে দাঁড়ায় বুকের যন্ত্রণার ফসলের খেতে।
একের পর এক ফুল ফুটতে থাকে
সময় বলে ,,,,,,,এই তো জীবন হাসছে।
আর তখনি প্রসব হয় যন্ত্রণা নিয়ামক ভাবগতিক
বালির পাহাড় ,,বুনো ঝড় ,, অরণ্য সংকুল পথচলাকে স্বাগতম
ভাবনার বেঁচে থাকার জন্য।
এমন করে বলতে নেই
ঠিক সে কারণে নিজেকে ডুবিয়ে রাখি জলের তলায়।
দমবন্ধ ,নিশ্বাস বন্ধ কাল্পনিক কথোপকথনে
জেগে ওঠে কোনো ব - দ্বীপ।
নতুন প্রানিকুল,নতুন আবাসিক ,ঠিকানা ,,পোস্ট অফিস
আর ভাবনা সেই শহরের নাম।
,,,,,,,,,,,,,,,,,,,, ঋষি
===============================================
এমন বলতে নেই
ঠিক সেখানে দাঁড়িয়ে আমি সিম্বলিক কৃপনতা।
নীলের খবর রাখে নি জীবন
সে তো আকাশের গায়ে লোকানো অসংখ্য জীবিত প্রয়াস।
না ঠিক এমন করে না
যেমন করে সহজেই তোমাকে রাখা যায় বুকের ভাঁজে।
ভাবনা সন্তান সম্ভবা এখন
সমস্ত দ্রবীভূত তাপাঙ্কের নিচে শরীর শুয়ে।
নিজেকে মাঝে মাঝে বড় শীতল লাগে ,,সবটাই মৃত
কখনোবা কল্পনা হল ধরে দাঁড়ায় বুকের যন্ত্রণার ফসলের খেতে।
একের পর এক ফুল ফুটতে থাকে
সময় বলে ,,,,,,,এই তো জীবন হাসছে।
আর তখনি প্রসব হয় যন্ত্রণা নিয়ামক ভাবগতিক
বালির পাহাড় ,,বুনো ঝড় ,, অরণ্য সংকুল পথচলাকে স্বাগতম
ভাবনার বেঁচে থাকার জন্য।
এমন করে বলতে নেই
ঠিক সে কারণে নিজেকে ডুবিয়ে রাখি জলের তলায়।
দমবন্ধ ,নিশ্বাস বন্ধ কাল্পনিক কথোপকথনে
জেগে ওঠে কোনো ব - দ্বীপ।
নতুন প্রানিকুল,নতুন আবাসিক ,ঠিকানা ,,পোস্ট অফিস
আর ভাবনা সেই শহরের নাম।
No comments:
Post a Comment